জিবি নিউজ 24 ডেস্ক //
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করার উপড় জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১২ জানুয়ারি) বিকালে তিনি এই কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে। আর যদি আইন না মানা হয় তাহলে জরিমানা করা হবে।
এর আগে সোমবার মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে সর্ব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন