আরও তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশে আরও তিনজনের শরীরে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন ভারতীয় এবং একজন বাংলাদেশি।

বুধবার (১২ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এ ধরন শনাক্ত করেন।

 

বলা হচ্ছে, ভারতীয় দুই নাগরিকের মধ্যে একজন পুরুষ (৩০) ও একজন নারী (৪১)। তাদের মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ নেই। এছাড়া আক্রান্ত বাংলাদেশি যুবকের বয়স ২৫ বছর। তার তিনদিন ধরে ঠাণ্ডা, গলাব্যথা ছাড়া অন্য কোনও উপসর্গ নেই। তিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন গবেষকরা।

বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ওমিক্রন খুবই দ্রুত সংক্রমণশীল। এজন্য টিকা গ্রহণ, মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন