ফের মা হচ্ছেন ন্যান্সি

জিবি নিউজ 24 ডেস্ক //

জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয় সন্তানের মা হচ্ছেন। বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর জানালেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এই খবর জানান ন্যান্সি এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পারি নাই যে, আবার মা হতে পারব। কারণ আমার আগের দুটি সন্তান জন্মের সময় কিছু জটিলতা ছিল। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন আমি আর মা হতে পারব না। কিন্তু সেইঅনিশ্চয়তা কাটিয়ে আবার মা হচ্ছি। এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।’

 

গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। উল্লেখ্য, গানের সুবাতে মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যান্সির।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন