জিবি নিউজ 24 ডেস্ক //
পুর্ব লন্ডনের সেন্ট পলস ওয়ে ট্রাষ্ট স্কুলের নিখোঁজ ১৫ বছরের স্কুল ছাত্রী জারিনকে পাওয়া গেছে। রাত ১টার সময় ক্যানিং টাউন বাস ষ্টপ থেকে পুলিশ তাকে খুঁজে পেয়ে বাসায় পৌছে দেয়।
জারিনের একজন কাজিন জানান, সে মূলত অসুস্থ হয়ে স্কুল থেকে বের হয়, তারপর ব্রোমলী বাই বো এলাকার বাসায় যাওয়ার জন্য সে বাসে উঠে, অসুস্থ থাকার কারনে সে বাসেই ঘুমিয়ে পড়ে। এরপর তাকে নিয়ে বাস দীর্ঘ চক্কর দিতে থাকে। রাতে সে যখন ঘুম থেকে উঠে তখন সে একটু অসহায় হয়ে পড়ে। মধ্যরাতে ক্যানিং টাউন বাস স্টপে তাকে একজন বাংলাদেশী বাস ড্রাইভার খুঁজে পান। সেই বাস ড্রাইভার মূলত রানার মিডিয়াসহ কয়েকটি মিডিয়াতে খবর দেখে মেয়েটিকে চিহ্নিত করে পুলিশকে খবর দেন।
জারিনকে ফিরে পেয়ে তার পরিবার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তার আগে বিকালে ক্লাস শেষে স্কুলে মক টেষ্ট দেয়ার সময় সে অসুস্থ হয়ে স্কুল থেকে বের হয় ৪.৪৫ মিনিটে। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। জারিন সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুলের ইয়ার ইলেভেনের ছাত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন