নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর সুযোগ নেই

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন থেকে ঢালিউড অভিনেত্রী পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

 

এর আগে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। শোনা যাচ্ছিলো শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে অনাগত সন্তানের কথা বিবেচনা করে তিন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

জাহিদ হোসেন বলেন, শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিলো। এর মধ্যে আমরা কারো প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি।

পরীমনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিনেতা সাইমন সাদিক বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলে যে, তিনি অসুস্থ তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সে জন্য এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি। কিন্তু তখন আর সময় ছিলো না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি।

তিনি বলেন, বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরীমনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন