জিবি নিউজ 24 ডেস্ক //
মালয়েশিয়ায় কৃষিসহ বেশকয়েকটি খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) দেশটির মানব সম্পদমন্ত্রী এম সারাভানান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, প্ল্যান্টেশন খাতে আগামী ২৮ জানুয়ারি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তারা www.fwcms.com.my ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২,০০০ বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে।
গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনুমোদিত খাতগুলো হলো- কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।
দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান, নিয়োগকর্তাদের সরকার থেকে নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, এসওপি চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা- প্রি-রিলিজ, আগমনের পর, আগমনের পরে (সংগনিরোধ) এবং পোস্ট-কোয়ারান্টিন।
বিদেশি কর্মীদের ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যার মধ্যে তাদের কোভিড-১৯ এর জন্য দুবার স্ক্রিন করা হবে এবং নিয়োগকর্তাদের এই খরচ বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন