জিবি নিউজ 24 ডেস্ক //
চীন এবং ইরান- দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার ২৫ বছরের একটি সহযোগিতা চুক্তির বাস্তবায়ন শুরু করেন। চুক্তিটি গত বছরের মার্চ মাসে স্বাক্ষরিত হয়। এটি মূলত স্বাস্থ্যসেবা, অবকাঠামো নির্মাণ, সাইবার নিরাপত্তা এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতার ওপর ভিত্তি করে সম্পাদিত হলো।
এখন থেকে চীনের কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষ চাইনিজ বেল্ট অ্যান্ড রোড এন্টাপ্রাইজে সংযুক্ত করা হবে ইরানকে। এই চুক্তির মাধ্যমে অন্যান্য দেশগুলোর প্রতিও অংশীদারিত্বের হাত বাড়াবে চীন।
তবে চুক্তিটির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অন্য আরো কটি দেশ সতর্ক করেছে বিশ্বসম্প্রদায়কে। তবে ছেড়ে কথা বলেনি চীন। গতকাল চুক্তি শুরু অনুষ্ঠানের পর এক বক্তব্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের 'একতরফা নিষেধাজ্ঞা'র সমালোচনা করেন। রয়টার্স এবং নিউজ আউটলেট বিষয়গুলো নিশ্চিত করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরুর পক্ষে রায় দেন। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সঙ্গে আসন্ন ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকে কূটনৈতিক বয়কট বজায় রেখেছে।
২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেন। যে কারণে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হয়। এক বছর পর ইরান চুক্তির শর্তাবলী লঙ্ঘন করতে শুরু করে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ ইরানের নিজস্ব ব্যবসায় জড়িত হওয়ার বিরুদ্ধে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং মানবাধিকার এবং অন্যান্য বিষয়গুলোকে রাজনৈতিক কারসাজি হিসাবে ব্যবহার করার বিরুদ্ধে। রয়টার্স জানায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন