জিবি নিউজ 24 ডেস্ক //
আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে- আক্রান্ত ব্যক্তি যদি টিকা না-ও নিয়ে থাকে তবে তার তীব্র অসুস্থতার পরিমাণ কম এবং হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যাও কম। দক্ষিণ আফ্রিকার একটি সমীক্ষা শুক্রবার এ তথ্য প্রকাশ করে।
জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইসিডি) পশ্চিম কেপ অঞ্চলে পরিচালিত এই সমীক্ষাটি যদিও এখনো পুনর্মূল্যায়িত হয়নি। তবুও ১১ হাজার ৬০০ রোগীর ওপর এই সমীক্ষটি চালানো হয় এবং তাদের মধ্যে পাঁচ হাজার ১০০ জন ওমিক্রন আক্রান্ত।
গবেষণায় বলা হয়েছে, ওমিক্রন বিশ্বব্যাপী করোনার আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় অসুস্থতার কম তীব্রতা প্রকাশ করছে। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিষয়টিও আনুপাতিকভাবে কম। ওমিক্রনের এই সময়ে করোনা তরঙ্গ পূর্বের সংক্রমণ ও টিকার কারণে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এবং ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি প্রায় ২৫ শতাংশ কম হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন