জিবি নিউজ 24 ডেস্ক //
করোনা পরিস্থিতির কারণে এবারের অমর একুশে বইমেলা আপাতত দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দেশের একটি গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও গত বছর ১৮ মার্চ শুরু হয়েছিলো। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি বইমেলা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উদ্বোধনের পরই মেলা উন্মুক্ত হয় সবার জন্য।
সেই মেলা চলার কথা ছিলো ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনার প্রকোপে নির্ধারিত সময়ের দুইদিন আগেই শেষ হয় বইমেলা।
এ বছরও করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পর বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন