জিবি নিউজ 24 ডেস্ক //
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এই নির্বাচন ঘিরে নানা আলোচনায় মুখরিত হয়ে ওঠেছে এফডিসি।
এবার শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে আছেন অভিনেত্রী নিপুণ। অপর প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
নির্বাচনকে ঘিরে টিভি পর্দাসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন প্যানেলের শিল্পীরা। সম্প্রতি দুই প্যানেলের সভাপতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। এ সময় উপস্থাপিকার অনুরোধে গান গেয়েছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধমে ‘এ জীবন তোমাকে দিলাম’ গানটি গাওয়ার পর মিশা সওদাগরের অনুরোধে আরো দুটি গান গেয়েছেন তিনি। গান দুটো হলো- ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ এবং ‘বেদের মেয়ে জোসনা’।
খালি গলায় নানা অনুষ্ঠানে আগেও ইলিয়াস কাঞ্চন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। এবার নির্বাচন সামনে রেখে নতুন করে আবারো গান গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করলেন ইলিয়াস কাঞ্চন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন