করোনায় আক্রান্ত সুইডিশ প্রধানমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে চলতি সপ্তাহে ব্যাপকহারে ওমিক্রন ছড়িয়ে পড়ার মধ্যে করোনা শনাক্ত হলেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্তের কথা নিশ্চিত করা হয়।

 

তার প্রেস সচিব স্থানীয় একটি বার্তা সংস্থাকে জানান, করোনা শনাক্ত হলেও প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং বাসা থেকে কাজ চালিয়ে যাবেন।

সুইডেনে এ সপ্তাহের প্রথমদিকে করোনা শনাক্ত হন সোশ্যাল ডেমোক্রেটিক দলের আরও কয়েকজন নেতা। এছাড়া সুইডেনের রাজা, রানি এবং ক্রাউন প্রিন্সও চলতি মাসে করোনা শনাক্ত হন।

বর্তমানে দেশটিতে প্রতিদিন প্রায় ২৫ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে। এ মাসের শেষের দিকে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আনুমানিক হিসাব দিয়েছে দেশটির স্বাস্থ্য সংস্থা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন