--মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে বাদশাহ সালমানের সঙ্গে ঝামেলায় জড়ালেন সৌদি ক্রাউন প্রিন্স মোমাম্মদ বিন সালমান বলে দাবি পরিবারের এক সূত্রের। ওয়াল স্ট্রিট জার্নাল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিপক্ষে বাদশা সালমান বিন আব্দুলআজিজ, অন্যদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্পর্ক স্থাপনের পক্ষে। দীর্ঘদিন ধরেই তেলআবিবকেকে বয়কটের পক্ষে বাদশা এবং তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছেন। এবং এখনো তিনি তার দাবির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন। টাইমস অব ইসরায়েল সম্প্রতি আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের বিষয়টি আগে থেকেই জানতেন যুবরাজ। কিন্তু তিনি তার বাবাকে এই বিষয়ে জানাননি এই ভয়ে যে তিনি সেই সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা বানচাল করে দিতে পারেন। বিবিসি এর পরবর্তীতে সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে কিনা এ নিয়ে গুঞ্জন চলছে। এরই মধ্যে সৌদি বাদশা ও তার ছেলের মধ্যে এই ইস্যু নিয়ে দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এলো। এর আগে গত মাসে সৌদি প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছিলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। আর জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন