চলতি অধিবেশনেই পাস হচ্ছে ইসি আইন

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

নির্বাচন কমিশন গঠনে মন্ত্রিসভায় অনুমোদন হওয়া নতুন আইন চলতি সংসদ অধিবেশনেই পাস করার সর্বাত্মক প্রয়াস থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

ওবায়দুল কাদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ এবং নির্বাচন কমিশন গঠনে একটি আইনের প্রয়োজনীয়তা রয়েছে।

এর আগে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' এর খসড়া নীতিগত/চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে।

এছাড়া বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে চলমান সংলাপে অংশ নেয় আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নির্বাচন কমিশনের আর্থিক-প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোসহ চারটি প্রস্তাব দলীয় প্রস্তাব তুলে ধরে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন