মালদ্বীপের কারাগারে ৪১ বন্দির করোনা শনাক্ত

জিবি নিউজ 24 ডেস্ক //

মালদ্বীপের কারাগারে থাকা ৪১ বন্দির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ জন্য তাদের সংস্পর্শে আসা ১২ কারা কর্মকর্তাসহ ৬৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) এবং সংশোধনের (এমসিএস) নির্দেশিকা অনুসারে ১৪ জানুয়ারি জেলটিকে উচ্চ সতর্কতার মধ্যে রাখা হয়েছিল।

 

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিরা সংক্রমিত হওয়ার জেরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপত্তা সতর্কতা হিসেবে কারাবন্দিদের সঙ্গে পারিবারিক যোগাযোগ ও আইনজীবীদের সঙ্গে বৈঠক এবং আদালতের শুনানি অনলাইনের মাধ্যমে করা হবে।

গত বছরের সেপ্টেম্বরে মা'ফুশি কারাগারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। পরে কারাগারে জরুরি অবস্থা জারি করা হয়। উচ্চ-ঝুঁকিপূর্ণ বন্দিদেরও এ সময় গৃহবন্দিতে স্থানান্তরিত করা হয়েছিল।

সম্প্রতি আবারও মালদ্বীপে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার (১৭ জানুয়ারি) দেশটিতে ১৪২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৮২৬ জন রাজধানী মালের বাসিন্দা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন