সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ৩০ জানুয়ারি (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এ সম্মেলনকে ঘিরে মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বর্ধিত সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগ, সন্ধ্যা ৬টায় পল্লীকবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ এবং রাত ৮টায় বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের উপস্থিতিতে এই সভা সমূহ অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি আবাসিক হলের এই কর্মী সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য হল ছাত্রলীগ কর্মী সভার আনুষ্ঠানিক শুভ সূচনা করে বক্তব্য রাখেন।
এরআগে শনিবার (১৫ জানুয়ারি) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এই ঘোষণার পর সেইদিন রাতে আনন্দ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পদপ্রত্যাশীরা। দীর্ঘ প্রতীক্ষার পর হল সম্মেলনের তারিখ ঘোষণায় পদপ্রত্যাশীদের মাঝে যেন উচ্ছ্বাস ফিরে এসেছে।
হল সম্মেলনের তারিখ ঘোষণার পর ছাত্ররাজনীতির আতুড় ঘর হিসেবে পরিচিত মধুর ক্যান্টিনও পদপ্রত্যাশীসহ নেতাকর্মীদের পদচারণায় এখন সরগরম। জয় বাংলার স্লোগানে স্লোগানে প্রতিদিনই মুখরিত হচ্ছে এই ক্যান্টিন ও প্রতিটি আবাসিক হল প্রাঙ্গণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন