পাকিস্তানে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

জিবি নিউজ 24 ডেস্ক //

মহামারির দুই বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ দেখলো পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন।

করোনা প্রতিরোধে পাকিস্তানের সরকারি টাস্কফোর্স ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে পাকিস্তানে। এছাড়া, বর্তমানে দেশটিতে করোনা শনাক্তের শতকরা হার ১২ দশমিক ৯৩ শতাংশ। এই হারও গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে এনসিওসি।

 

করোনা পজিটিভ হিসেবে শনাক্তের হার সবচেয়ে বেশি পাকিস্তানের প্রধান শহর ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচিতে। শহরটিতে গত ২৪ ঘণ্টায় যত মানুষ করোনা টেস্ট করিয়েছেন, তাদের মধ্যে ৪৬ দশমিক ৫৮ জনই শনাক্ত হয়েছেন ‘পজিটিভ’ হিসেবে।

দৈনিক সংক্রমণে লাগাম দিতে ইতোমধ্যে রেস্তোরাঁগুলোকে ধারণ ক্ষমতার ১০ শতাংশ গ্রাহককে প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে এনসিওসি।

করাচির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের সহযোগী অধ্যাক ফয়সাল মাহমুদ পাকিস্তানের সংবাদ চ্যানেল জিও টিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণের চুড়ান্ত পর্যায়ে পৌঁছাবে পাকিস্তান।

পাকিস্তানে এখন বিয়ের মৌসুম চলছে। সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে একে উল্লেখ করেছেন ফয়সাল মাহমুদ।

সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৩ লাখ ৫৩ হাজার ৪১৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৬৫ জনের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন