জিবিনিউজ 24 ডেস্ক //
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড ছাড়া দেশটির বেশির ভাগ স্থানেই সোমবার থেকে করোনাভাইরাসের সব বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হচ্ছে। তবে দেশটিতে কমপক্ষে আরও ১৬ দিন কিছু বিধিনিষেধ অব্যাহত থাকবে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।
শীর্ষস্থানীয় আইনপ্রণেতাদের সাথে বৈঠকের পর সোমবার (২১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষণা দিয়েছেন।
অকল্যান্ডে করোনা প্রাদুর্ভাবের পরে গত মাসে ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে পুনরায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সাংবাদিকদের বলেন, ‘অকল্যান্ডের আরও সময় প্রয়োজন। আমাদের যথাযথ আত্মবিশ্বাস আছে যে আমরা সঠিক পথেই আছি। তবে অকল্যান্ডে এখনও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।’
নিউজিল্যান্ডে সোমবার নতুন কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন