সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
উত্তর জনপদের তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা ছড়ানোর যুদ্ধে প্রতিবারের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৭ম বারের মত অমৃত সূর্যের আয়োজনে অনুষ্ঠিত হল ‘কনসার্ট ফর উষ্ণতা’।
আজ শনিবার (২২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র সুইমিংপুল প্রাঙ্গণে বিকাল সাড়ে ৪ টায় ‘কনসার্ট ফর উষ্ণতা’ অনুষ্ঠানটি শুরু হয়। এই কনসার্টে গান পরিবেশন করেন জয় শাহরিয়ার, দুর্গ, আপেক্ষিক, আপন ঘর, ইন্ট্রোইট, কাল, কৃষ্ণপক্ষ, অশরিক,, দ্যা প্রিসোনার্স, সোনার বাংলা সার্কাসসহ আরও অনেকে।
অমৃতসূর্যের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে স্করপিয়ন ও মিডিয়া পার্টনার হিসেবে ছিল ক্যাম্পাস টাইমস। ভল্টান্টিয়ার সহযোগিতায় ছিল ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ।
‘কনসার্ট ফর উষ্ণতা’ অনুষ্ঠানটি দেখতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সহ সভাপতি তিলোত্তমা সিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
‘কনসার্ট ফর উষ্ণতা’ অনুষ্ঠানটি দেখতে আসা দর্শক ও শ্রোতাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এদিকে, অমৃত সূর্যের প্রতিষ্ঠাতা রকিবুল ইসলাম ঐতিহ্য জিবিনিউজকে জানান, 'অসহায় শীতার্ত মানুষের জন্য এই কনসার্ট একটি প্রতীকী আন্দোলনস্বরূপ। এর মধ্য দিয়ে আমরা কিছু মানুষকে উষ্ণতা হয়তো দিতে পারবো। এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের সম্পূর্ণ টাকা শীতার্ত মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এর মাধ্যমে দেশের সকল সচ্ছল মানুষ যদি তাদের প্রতিবেশিদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে।'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন