জিবি নিউজ 24 ডেস্ক //
সেন্টমার্টিন দ্বীপের প্রাণ বৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
ভেরিফায়েড ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে সেন্টমার্টিন দ্বীপের একটি ছবিযুক্ত করে
সম্পর্কিত খবর
শুক্রবার এই অভিনন্দন বার্তা পোস্ট করেন অস্কারজয়ী এই অভিনেতা।
লিওনার্দো ডিক্যাপ্রিও টুইটারে লিখেছেন, সেন্টমার্টিন'স দ্বীপের চারপাশে নতুন প্রতিষ্ঠিত সামুদ্রিক সুরক্ষিত অঞ্চলের জন্য বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন যা সেখানকার জীববৈচিত্র্য রক্ষা এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপে নিরাপদ আবাস নিশ্চিত করবে।
খ্যাতিমান এই অভিনেতা আশাবাদ জানিয়ে বলেনন, দ্বীপের এই পুরো অঞ্চলটিকে বিজ্ঞানসম্মত, পরিকল্পিত ও সচেতনভাবে গড়ে তোলা হবে। এটাই হবে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ।
দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত লিওনার্দো ডিক্যাপ্রিওকে এই পোস্টের জন্য তাকে পৃথিবীর নানা প্রান্তের ভক্তরা শুভেচ্ছায় সিক্ত করছেন। পাশাপাশি আন্তর্জাদিক পরিবেশবাদী এই অভিনেতাকে অভিনন্দন জানান তার অনের সহকর্মীরা।
এর আগে চলতি মাসের ৪ জানুয়ারি সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ হিসেবে মেরিন প্রটেক্টেড এরিয়া বা সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল ঘোষণা করে বাংলাদেশে সরকার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন