জিবি নিউজ 24 ডেস্ক //
আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ ফের বিয়ের পিঁড়িতে বসছেন। যদিও গত বছর ১৭ অক্টোবর গোপনে তারা বিয়ে করেছিলেন। গর্ভে সন্তান আসার পর বিয়ের খবরটি জানান পরিমনি। এবার আনুষ্ঠানিকভাবে হচ্ছে তাদের বিয়ে।
শুক্রবার দিনগত রাতে বেশ ঘটা করেই পরীমনি-রাজে হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আর শনিবার সম্পন্ন হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সোশাল মিডিয়ায় পরী-রাজের গায়েহলুদের ছবি শেয়ার করেন গায়ে হলুদের উপস্থিত থাকা রেদওয়ান রনি ও চয়নিকা চৌধুরী। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। অনেকেই অবশ্য প্রশ্ন তুলেছেন, আবারও কেন বিয়ে?
এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা হয়েছিল গোপনে। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই জানতেন না। বলতে গেলে অনেকটা পুতুলের বিয়ের মতো। এবার দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমাদের বিয়ের আয়োজন। শুক্রবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান করেছি, আজ শনিবার বিয়ে।’
এ প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘আমরা গোপনে বিয়ে করেছিলাম। অনেকেই জানতেন না। এবার তাই ঘটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। এর বাইরে কিছু নয়।’
গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে প্রেমে পড়েন পরীমনি ও শরিফুল রাজ। তার কয়েকদিন পরেই ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন