সব অধস্তন আদালত ভার্চুয়ালিও চলবে

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে।

শনিবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে। ওইদিন সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। আর সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয় হাইকোর্ট বিভাগে।

এদিকে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৪৩৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাত হাজার ২৯৬ জনই ঢাকা জেলার বাসিন্ধা। এছাড়া নতুন করে ১২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জনে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন