জিবি নিউজ 24 ডেস্ক //
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অংশ নেয় ছয় শতাধিক শিক্ষার্থী।
সোমবার (২৪ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এসময় উপাচার্যকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো এই দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল বের করা হলো।
এদিন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে দেয়ালে দেয়ালে চিকা মেরেছেন। এই চিকা মারায় অনেক প্রতিবাদী ভাষা এবং উপাচার্য বিরোধী স্লোগান লেখা আছে।
এদিকে দাবি আদায়ে এখন অনশনে ২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ১২ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন