অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে রাফায়েল নাদাল

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে কোর্ট ছেড়ে বেরিয়েও গিয়েও হাল ছাড়েননি রাফায়েল নাদাল। ফিরে এসে জিতে নিলেন ম্যাচ। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারালেন শাপোভালোভকে। সেই সাথে নিশ্চিত করলেন সেমিফাইনাল।

ষষ্ঠ বাছাই নাদাল প্রথম দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে জিতে নেন। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়ান শাপোভালোভ। জিতে নেন ৬-৪ ও ৬-৩ গেমে। কিন্তু শেষ সেটে বিশ্বসেরা সাবেক তারকার সঙ্গে আর পেরে ওঠেননি। এবার নাদাল জিতে যান ৬-৩ গেমে।

 

দীর্ঘদিনের ইনজুরি থেকে সুস্থ হয়ে আসা নাদাল এই টুর্নামেন্টে দুর্দান্ত গতিতেই এগিয়ে যাচ্ছেন। যেখানে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি তিনি একবারই জিতেছেন ২০০৯ সালে। কিন্তু রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর সামনে দ্বিতীয়বার জেতার ভালোর সুযোগ রয়েছে। কেননা এবার রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ নেই।

শেষ চারে ৩৫ বছর বয়সীর প্রতিপক্ষ হতে পারেন মাত্তেও বেরেত্তিনি অথবা গায়েল মনফিলস।

ম্যা শেষে নাদাল বলেন, আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি। আজ এতো পরিশ্রম করতে হয়েছে, এতো গরম ছিলো, আমি তৈরি ছিলাম না। ম্যাচ চলাকালীন আমার পেটে সমস্যা হচ্ছিলো। তাই চিকিৎসকদের পরামর্শ নিই। বেশ কিছু ট্যাবলেট খাওয়ার পর একটু সুস্থ অনুভব করি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন