জনগণকে চিন্তা না করার অনুরোধ মাহাথিরের

জিবি নিউজ 24 ডেস্ক //

জনসাধারণকে তার স্বাস্থ্য নিয়ে চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ড. মাহাথির মোহাম্মদ কন্যা মেরিনা মাহাথির এই কথা জানান।

 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় লাংকাউই এমপির অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসা চালিয়ে যাবেন।’

তিনি আরো বলেন, ‘তার (মাহাথির) ক্ষুধা বেড়েছে এবং তিনি তার পাশে থাকা পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। জনসাধারণ এমনকি বিদেশি নেতাদের কাছ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। মাহাথির এবং আমাদের পরিবার এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।’

আইজেএন এখনও পরিবারের সদস্যদের ছাড়া কাউকে পেজুয়াং চেয়ারম্যানের সাথে দেখা করার অনুমতি দিচ্ছে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, মাহাথির বর্তমানে আইজেএন হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ডিসেম্বরের পর থেকে এটি আইজেএন-এ তার তৃতীয় ভর্তি। ডিসেম্বরে তার সম্পূর্ণ মেডিকেল চেক আপ করা হয়েছিল এবং আরও পর্যবেক্ষণের জন্য তাকে ছয় দিনের জন্য রাখা হয়েছিল। এই মাসের শুরুতে, তিনি একটি নির্বাচনী পদ্ধতির জন্য আইজেএন -এ ফিরে আসেন।

প্রসংগত, মাহাথিরের হার্টের সমস্যা রয়েছে। ইতোপূর্বে ১৯৮৯ এবং ২০০৭ সালে তার দুটি হার্ট বাইপাস সার্জারি করা হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন