এস এম ফজলুঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে জেলার সাধারণ শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার জোর দাবী করেন। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র ফায়েদ আহমদ, মেহদী হাসান, তারেক আহমেদ, আকবর আহমদ, ইলিয়াস হোসেন, মুজাহিদ, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী স্বর্ণা দেব, কমলগঞ্জ ডিগ্রী কলেজর তানজীর হোসাইন ও তোফায়েল আহমদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন