এস এম ফজলুঃ
মৌলভীবাজার পৌর শহরের অতি ব্যস্থবহুল সড়ক হলো এম সাইফুর রহমান সড়ক,যা দীর্ঘদিন পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জানাগেছে সড়কের সংস্কার কাজের জন্য দীর্ঘদিন এই সড়কটি বন্ধ রাখা হয়েছিলো,কারণ এর আগে রাস্তাটির ছিলো বেহাল দশা,রাস্তার প্রত্যেক জায়গায় ছিলো গর্ত,ফলে অনেক ভুগান্তির স্বীকার হয়েছেন সাধারণ মানুষ। সব ভুগান্তির অবসান ঘটিয়ে আজ এতোদিন পর নতুন রুপ ফিরে পেয়েছে শহরের প্রধান এই সড়কটি। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সংস্কারের কাজ শেষে যান চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করেন,মৌলভীবাজার পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান। এ সসয় মেয়র বলেন, ২ কোটি ৪০ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে ইউজিপি প্রকল্পের মাধ্যমে এ সড়কের উন্নয়নের কাজ সম্পূর্ন হয়েছে। রাস্তার পাশ আগের থেকে অনেক বড় করা হয়েছে,রাস্তার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য শহরের ড্রেনগুলাও করা হয়েছে মেরামত,আর,সি,সি ডালাই সহ রাস্তার পাশ বড় করায় এখন আর যানযট সৃষ্টি হবে না। পৌর সভার কাউন্সিলর মোঃ ফয়সল আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, সাবেক চেম্বার অব কর্মাসের সভাপতি,সমাজসেবক ডা.এম এ আহাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এসসয় ব্যবসায়ী,সাংবাদিক পৌরসভার কর্মকর্তাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন