চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে আইনগত বাধা নেই

জিবি নিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। হাইকোর্ট নির্বাচন স্থগিত না করায়, ওই দিন শিল্পী সমিতির ভোটগ্রহণে কোনো বাধা নেই।

বুধবার (২৬ জানুয়ারি) নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদন নথিভুক্ত করে বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ও অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, 'সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ১৮৪ জনের সদস্যপদ স্থগিত করা হয়। তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করা হয়। আদালতের এ আদেশের ফলে নির্বাচন হতে বাধা নেই। তবে ওই ১৮৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।'

এর আগে গত সপ্তাহে কোনো নোটিশ ছাড়াই চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। খোরশেদ আলম খসরুসহ ১৬ জন শিল্পী নির্বাচনের ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে হাইকোর্টে রিট করেন। ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার মিশা সওদাগর-জায়েদ খানের নেতৃত্বে একটি প্যানেল এবং ইলিয়াস কাঞ্চন-নিপুনের নেতৃত্বে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন