ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি নাগরিকের ৮ বছরের জেল

জিবি নিউজ 24 ডেস্ক //

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ফরাসি নাগরিককে আট বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত। এছাড়াও ইরান এবং ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে আরো আট মাস অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইরানের আদালতে বেঞ্জামিন ব্রিয়ার নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

বেঞ্জামিনের ফরাসি আইনজীবীরা বলেন, এই রায়টি অযৌক্তিক। কারণ বেঞ্জামিন ইসলামবিরোধী কথা বলেছেন, এমন কোনো প্রমাণ নেই। একইসঙ্গে ইরানের আদালত যেভাবে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, তা প্রহসন বলে উল্লেখ করেন তারা।

আগামী ২০ দিনের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

জানা যায়, ২০২০ সালে পর্যটক ভিসায় ইরানে যান ৩৬ বছর বয়সী বেঞ্জামিন। ইরান-তুর্কমেনিস্তান সীমান্তের কাছে মরুভূমিতে তিনি একটি হেলিক্যাম উড়িয়েছিলেন। রিমোটচালিত ওই হেলিক্যামের সাহায্যে ভিডিও এবং স্থির চিত্র তোলা যায়। এরপরই তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে ইরানের পুলিশ।

তবে ইরানের বিভিন্ন মানবাধিকারকর্মীদের দাবি, এ ঘটনার পেছনে রাজনীতি আছে। দেশটিতে এভাবে একাধিক ইউরোপীয় নাগরিককে নানা অজুহাতে বন্দি করে রাখা হয়েছে। তাদের সঙ্গে কার্যত পণবন্দির মতো ব্যবহার করা হয়। পশ্চিমা বিশ্বের সঙ্গে দরকষাকষি করার জন্যই এ ধরনের কাজ করা হয় বলে অভিযোগ করেন তারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন