মৌলভীবাজার প্রতিনিধি \ “হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরন কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনার অুনষ্টিত হয়েছে।
গতকাল (২৬ জানুয়ারি) বুধবার হাওর অ লের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান এবং সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক ও বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরোধ বিষয়ক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: মুহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি বলেন,হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে।হাওরের উন্নয়নে ইমামরা প্রতি শুক্রবার মসজিদে বয়ান দিতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও মানুষকে সচেতন করতে পারেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির। সেমিনারে মসজিদের ইমাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন