জিবি নিউজ 24 ডেস্ক //
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের প্রভাবে দেশে একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে সর্বোচ্চ শনাক্তের হারের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
এর আগে ২০২১ সালের ১৪ জুলাই শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ, যা এতদিন সর্বোচ্চ ছিল।
শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
মহামারীর শুরুতে ২০২০ সালের ৮ মার্চ যখন প্রথম দেশে কোভিড রোগী ধরা পড়ল, সেদিন ৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের কোভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৮৬ শতাংশ। তবে নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় সেটি রেকর্ডে ধরা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দেশে ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৪৪০ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে, মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের মধ্যে ৯ জন চট্টগ্রামের, ৫ জন ঢাকার, ২ জন রাজশাহীর, ২ জন সিলেটের এবং বরিশাল ও ময়মনসিংহের ১ জন করে আছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন