মৌলভীবাজার প্রতিনিধি \ পাহাড়ী টিলা ও হাওর বেষ্টিত জনপদ মৌলভীবাজারে গেল কয়েক দিন থেমে থাকার পর আবারও হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে।
গতকাল (শুক্রবার) সকাল ৯ টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকয়েক দিন ছিল মেঘাচ্ছন্ন আকাশ, সাথে হীমেল বাতাস। হাড় কাঁপানো তীব্র শীতে মানুষ জবুথবু হয়ে পড়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেন না। হাওর ও নদী তীরবর্তী গ্রাম এলাকায় দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। রাতে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। কন কনে শীত ও হিমেল হাওয়ায় কারণে সবচেয়ে বেশী হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। হাওর এলাকার বোরো চাষী ও চা বাগানের শ্রমিকরা সকাল থেকেই কাজে যেতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় প্রতিদিনই ভাড়ছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা মুজিবুর রহমান জানান গত কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল ১৮ মিলিমিটার বৃষ্টি হয়ার পর নতুন করে শীত জেকে বসেছে। গতকাল শুক্রবার ২৮ জানুয়ারি সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নীচে নামতে পারে। শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন