ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

জিবি নিউজ 24 ডেস্ক //

গতবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ছিটকে পড়লো কোয়ার্টার ফাইনাল থেকেই। ভারতের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশের যুবারা। মাত্র ১১২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল তারা।

শনিবার (২৯ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের যুবারা। ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।জবাবে ১১৫ বল ও ৫ উইকেট হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারতীয় যুবারা।

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাত্র ১৪ রানে ৩টি আর ৩৭ রান তুলতে ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কপর্যায়ে ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল চ্যাম্পিয়ন যুবারা। তবে লোয়ার অর্ডারের এসএম মেহরব আর আশিকুর জামান কোনোমতে একটায় জায়গায় নিয়ে গেছে রানের চাকা। মেহরব ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৩০ আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান।

শেষ পর্যন্ত ১১১ রানেই থামতে হয় বাংলাদেশের যুবাদের। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রাবি কুমার। ৭ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। ২ উইকেট শিকার করেন ভিকি ওস্তাল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারত। ৩ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার হারনর সিং। তবে লক্ষ্যে পৌঁছাতে খুব বেগ পেতে হয়নি ভারতের যুবাদের। ৩০ ওভার ৫ বলে ১১৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান তোলেন অংকৃষ রঘুবংশী।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন রিপন মণ্ডল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন