ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল

জিবি নিউজ 24 ডেস্ক //

ভারতের শত কোটি জনসংখ্যার বিশাল বাজার ধরতে ভারতীয় এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। চীনকে টেক্কা দিতে মূলত এই অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) মার্কিন ফিনান্সিয়াল ম্যাগাজিন ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

 

চুক্তি অনুসারে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ৭০ কোটি ডলারে ভারতী এয়ারটেলের ১ দশমিক ২৮ শতাংশ শেয়ার কিনবে। যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বাবদ পরের কয়েক বছরে আরো ৩০ কোটি ডলার দেবে গুগল।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত ক্রমেই সিলিকন ভ্যালির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে, বিশেষ করে প্রযুক্তি খাতে চীনের সাম্প্রতিক কড়াকড়ির পর থেকে। এয়ারটেলের আগেও ভারতে মোটা অংকের বিনিয়োগ করেছে গুগল। ২০২০ সালে ৪৫০ কোটি ডলারে মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস লিমিটেডের শেয়ার কিনেছে তারা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথভাবে একটি সাশ্রয়ী স্মার্টফোন তৈরিতেও হাত লাগিয়েছে গুগল।

গুগল বিনিয়োগ করার খবর ছড়ানোর পরপরই ভারতী এয়ারটেলের শেয়ারের দর বেড়েছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। নয়া দিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ৭৩৪ রুপিতে কিনছে গুগল।

গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে বলেছেন, আমাদের ‘গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড’র অধীনে স্মার্টফোন সহজলভ্য করা, নতুন ব্যবসায়িক মডেলের সমর্থনে জনসংযোগ বাড়ানো ও কোম্পানিগুলোর ডিজিটালাইজেশন যাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিয়োগ করা হচ্ছে।

গুগলের বিনিয়োগ সুনীল মেহতার নেতৃত্বাধীন ভারতী এয়ারটেলকে ৫জি পরিকল্পনা এগিয়ে নিয়ে রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর সুযোগ করে দেবে। টানা কয়েক বছর ধরে ভারতে এক নম্বর টেলিকম কোম্পানির মুকুট ধরে রেখেছে আম্বানির টেলিকম কোম্পানিটি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন