জিবি নিউজ 24 ডেস্ক //
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম ইংরেজি সংবাদ পাঠিকা পারভীন হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
রবিবার (২৩ জানুয়ারি) করোনায় আক্রান্ত্র হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফ্লোরিডার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় পারভীন হোসেন ১৯৭১ সালের ২৫ মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম মহিলা ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলা বেতারকর্মী পরিষদের সাধারণ সম্পাদক শব্দ সৈনিক মনোয়ার হোসেন খান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারভীন হোসেন ইংরেজি সংবাদ পাঠের মাধ্যমে দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের খবর পৌঁছে দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছিলেন। তিনিই ছিলেন দেশের প্রথম ইরেজি সংবাদ পাঠিকা।
পারভীন হোসেন উর্দু ও ইংরেজি ভাষায় সংবাদ পাঠ করতেন। তার স্বামী প্রখ্যাত ডাক্তার টি হোসেন ছিলেন মুজিবগনগর সরকারের স্বাস্থ্য বিভাগের সচিব। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন