সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল সোমবার


আবুল কাশেম রুমন,সিলেট:  সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা হবে ভোটগ্রহণ। বরাবরের মতো এ ধাপের নির্বাচনেও সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেননা সংশ্লিষ্টরা।
এছাড়া কালকের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনে নানা জটিলতারও আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।
প্রার্থীরা অভিযোগ করছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় ভোটে অনেকখানি ছন্দপতন ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই আঙুলের ছাপ না মেলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ছাড়া ইভিএম বুঝতে বয়স্ক ভোটারদের সময় বেশি লাগায় ধীরগতির কারণে অনেক কেন্দ্রে ভোটের সারি লম্বা হয়। এতে জটিলতা বাড়ে।
এ ধাপে সিলেট ও হবিগঞ্জের ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এগুলো হলো, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন।
ওসমানীনগর উপজেলার উমরপুর,সাদিপুর, পশ্চিম পৈলনপুর,বুরুঙ্গাবাজার,গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন।  কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।
অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন