জিবি নিউজ 24 ডেস্ক //
দেশে করেনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে ২০ সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে মৃত্যু বেড়েছে চারগুণ।
রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে করোনার সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। করোনা সংক্রমণের কারণে স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। কিন্তু অনেক অভিভাবক সন্তানদের নিয়ে কক্সবাজার বা অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক।
করোনার টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ১২ বছর বয়স থেকে শিক্ষার্থীদের টিকা দিচ্ছিলাম। এখন এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এছাড়া এখন থেকে ৪০ বছরের বেশি বয়সি সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে। রোববার থেকেই তা শুরু হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন