উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন।

আজ রোববার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং জাতীয়, দলীয় ও সম্মেলনের পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে হল সম্মেলন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় সম্মেলনে যোগদান করতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

উদ্বোধনের পর অতিথিদের সম্মেলনের ব্যাচ পরিয়ে বরণ করে নেন সম্মেলনের আপ্যায়ন উপ-কমিটির সদস্যরা। এরপর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে সম্মেলনের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্যরা গান ও নৃত্য পরিবেশন করেন।

দীর্ঘ পাঁচ বছর পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার সম্মেলন হল। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন