নিপুণকে ‘চুমুর প্রস্তাব’ দেওয়ার অভিযোগে যা বললেন পীরজাদা

জিবি নিউজ 24 ডেস্ক //

চিত্রনায়িকা নিপুণ অভিযোগ করেছেন, শিল্পী সমিতির ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন তার কাছে ২টা চুমু চেয়েছিলেন। রোববার বিকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিপুণ এ অভিযোগ করেন। এ বিষয়ে মুখ খুলেছেন পীরজাদা হারুন।

নিপুণের এ অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে তিনি বলেন, নায়িকা নিপুণকে চুমুর প্রস্তাব দেওয়ার প্রশ্নই ওঠে না। তাকে এ ধরণের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এমন পরিস্থিতি সেখানে ছিল না। দুইজনের সামনে কি এমন কথা বলা যায়? নিপুণকে যদি ফান করে বলে থাকেন, এমন ফান করা তার উচিত নয়।

 

এর আগে, শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু (কিস) খেতে বলেছিলেন। ওর দুই গালে চড় লাগানো উচিত ছিল। যেটা আমি করিনি। সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন সেখানে উপস্থিত ছিল। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’

তিনি আরো বলেন, ‘এখানে (সাধারণ সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক) জায়েদ খান, এফডিসির এমডি আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছেন। তারা টাকা দিয়ে ভোট কিনেছেন, ভিডিওতে সেটা দেখা গেছে।’

নিপুণ বলেন, ‘আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোটগ্রহণ চাই। অন্য পদের নির্বাচন চাচ্ছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাবো। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সদ্য সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন, জেসমিনসহ কাঞ্চন-নিপুণ পরিষদের অনেকেই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন