স্থগিত হওয়া ৪০তম বিসিএসের ভাইভা শুরু ৬ ফেব্রুয়ারি

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষা আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) আবার নেওয়া শুরু হবে।

এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু করা হবে। ভাইভা বোর্ডের অনেকে অসুস্থ হয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়। বর্তমানে তারা সুস্থ হয়ে উঠেছেন। এজন্য পরীক্ষা আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে, গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জন, পররাষ্ট্রে ২৫ জন, করে ২৪ জন, শুল্ক আবগারিতে ৩২ জন ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন