জিবি নিউজ 24 ডেস্ক //
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। এতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে, মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়. গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষায় ১৩ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে ১৯ জন ঢাকার, ৭ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের, ১ জন রাজশাহীর, ১ জন খুলনার ও ১ জন রংপুরের বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩১ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জনের। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন