জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতের ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য তিন শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগের বাজেটেও বাংলাদেশের জন্য একই অঙ্কের অর্থ বরাদ্দ ছিল।
দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত বাজটে তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও দুই শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ছয় শ’ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়।
সব চেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানে জন্য, দুই হাজার ২৬৬ কোটি টাকা। এরপরই দ্বীপরাষ্ট্র মরিশাসের বরাদ্দ রাখা হয়েছে নয় শ’ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি টাকা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন