মালদ্বীপ রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারে'র বিদায়ী সাক্ষাৎ

জিবি নিউজ 24 ডেস্ক //

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাতে, রাষ্ট্রপতি সোলিহ তার মেয়াদে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসানের অবদানের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেন।

এ সময়, প্রেসিডেন্ট মানবসম্পদ উন্নয়ন, উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনাকালীন মালদ্বীপে কর্মরত এবং বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সহায়তার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশ রাষ্ট্রদূত।

এ ছাড়াও রাষ্ট্রদূত, বাংলাদেশকে এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২ লাখ ১৬ হাজার ডোজ টিকা অনুদানের জন্য মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালদ্বীপের রাষ্ট্রপতি সোলিহ এবং রাষ্ট্রদূত উভয় দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ পর্যায়ের সফল সফরের কথাও স্মরণ করেন, যা উভয়ের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করেছে।

প্রসঙ্গত, মালদ্বীপ এবং বাংলাদেশ ২২ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন