যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট্য ব্যবসায়ী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক হিসেবে মনোনীত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।
আজ এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য এম এ মালিক এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ নব মনোনীত ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনের সফলতা কামনা করে বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সামাজিক শ্লোগান “ একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা “ এর মর্মার্থের বাস্তবিক প্রয়োগের জন্য দেশে বিদেশে কর্মসূচী গ্রহনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভিশন ও মিশন সম্পর্কে সম্যক ধারনা দিতে সক্ষম হবেন এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন । অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সংগঠনের সামাজিক কর্মসূচী গ্রহনের পাশাপাশি দেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনসহ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘মাদার অফ ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদ জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেবেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন