মৌলভীবাজার প্রতিনিধি \ “সুস্বাস্থ্যের মূলনীতি,নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্য নিয়ে “খাদ্যের নিরাপদত্তা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২রা ফেব্রæয়ারি) বুধবার “খাদ্যের নিরাপদত্তা” শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর আয়োজনে এবং জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এবং জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান,জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান,জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান,ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আল-আমিন,পুষ্টিবিদ ফাতেমা কানিজ প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন