জানুয়ারিতে মৃত ৩২২ জনের ২৩৪ জনই টিকা নেননি

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশে চলতি বছরের প্রথম মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩৪ জনই কোভিড-১৯ এর ভ্যাকসিন নেননি। তবে বাকি ৮৮ জন টিকা নিয়েছিলেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

 

বুলেটিনে জানানো হয়, গত ডিসেম্বরে করোনায় দেশে মারা যায় ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি। বাকি ২৭ শতাংশ বা ৮৮ জন টিকা নিয়েছিলেন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ জন।

তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার বা তৃতীয় ডোজের টিকা পেয়েছিলেন।

দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের প্রায় পৌনে ১০ কোটি মানুষকে করোনাভাইরাসে টিকা প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালনের পাশাপাশি টিকা গ্রহণের বিকল্প নেই।

আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর গণমাধ্যমকে বলেন, দেশের জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে চলমান টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা এখনো টিকার আওতায় আসেনি তাদের শিগগিরই টিকার আওতায় আনা হচ্ছে।


মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন