শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হরো ৩৬ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে, শনাক্তের সংখ্যা ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। তাদের মধ্যে ১৩ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ৬ জন রাজশাহীর, ৭ জন খুলনার, ৩ জন বরিশালের, ১ জন বরিশালের ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩১ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জনের। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন