চিরকুটে সবকিছু লিখে গেছেন রিয়াজের শ্বশুর

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

ফেইসবুক লাইভে এসে মাথায় অস্ত্র তাক করে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁন ‘আত্মহত্যা’ করেছেন।

বুধবার ( ২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমণ্ডিতে তার বাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

 

এদিকে আত্মহত্যার আগে চিরকুটে সবকিছু লিখে গেছেন রিয়াজের শ্বশুর। যেমনটি জানিয়েছেন ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

তিনি বলেন, প্রস্তুতি নিয়েই এই আত্মহত্যা করেছেন তিনি। চিরকুটে সবকিছু লিখে গেছেন।

পরে পুলিশ ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মহসিনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি বলেন, চেয়ারের মধ্যে মৃতদেহ আর পাশেই তার বৈধ পিস্তলটি পড়েছিল।

নিহত মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর জানিয়ে ওসি বলেন, পঞ্চম তলার ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন।

পুলিশ কর্মকর্তা ইকরাম বলেন, সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে।

মরদেহের প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন