ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়কের দায়িত্ব পেলেন কামাল উদ্দিন

বৃটেনে সজ্জন রাজনীতিক ও সমাজকর্মী হিসাবে পরিচিত মো: কামাল উদ্দিনকে ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)’র সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে । সেই সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার অনুরোধ করেছেন ডাঃ ফরহাদ হালিম ডোনার। মো: কামাল উদ্দিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাবেন বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করছেন জেডআরএফ’র কেন্দ্রীয় নির্বাহী পরিচালক ।

প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও স্ত্রী ডা. জোবায়দা রহমানের সরাসরি তত্ত্বাবধানে দেশের অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। 

“একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে স্বচ্ছলতা; দেশে আসবে স্বনির্ভরতা” এমন থিম নিয়ে এর কাজের পরিধি বিস্তৃত সমগ্র দেশ জুড়ে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন