নাটকের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। শুটিংয়ের কাজে ব্যবহৃত একটি চলন্ত ড্রোনের পাখার আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে বৃহস্পতিবার রাতে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং চলাকালেে এ দুর্ঘটনাটি ঘটে।
সম্পর্কিত খবর
নাটকটির পরিচালক রাসেল শিকদার শুটিংয়ের কাজে ড্রোন ব্যবহার করছিলেন। একটি দৃশ্যধারণের সময় ড্রোনটি নিয়ন্ত্রন হারিয়ে টয়ার চোখের সামান্য ওপরে আঘাত হানে। এতে তার কপালের একটি অংশ কেটে গিয়ে রক্ত ঝড়তে শুরু করে। তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করে টয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।
জানা গেছে, ড্রোন আঘাত করার আগমুহূর্তে টের পেয়েছিলেন টয়া, সরে যেতে চাইলেও শেষ রক্ষা হয়নি। টয়ার চোখের ওপরে বেশ খানিকটা কেটে গেছে, অনেকগুলো সেলাই দিতে হয়েছে। করতে হয়েছে কসমেটিকস সার্জারি। বর্তমানে টয়া তার বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন