ইরানে দুই সমকামীর ফাঁসি

জিবি নিউজ 24 ডেস্ক //

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই সমকামী পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর আগে সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় দেয় দেশটির একটি আদালত।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ইরানের একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ তথ্য জানায় সিবিএস নিউজ।

 

জানা গেছে, ওই দুই ব্যক্তির নাম মেহরদাদ করিমপুর ও ফরিদ মোহাম্মাদী। তারা ছয় বছর ধরে কারাগারে বন্দি ছিলেন।

রাজধানী তেহরান থেকে প্রায় ৩১০ মাইল দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাগেহের একটি কারাগারে ফাঁসি দেওয়া হয় তাদের।

গত জুলাই মাসে মারাগেহের কারাগারে একই অভিযোগে আরও দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় মানবাধিকার সংগঠনটি। গত বছর ইরানে ২৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তাছাড়া ২০২১ সালে ইরান ৮৫ জনকে মৃত্যুদণ্ড দেয়।

ইরানের আইন অনুযায়ী সমকামিতা নিষিদ্ধ। লেসবিয়ান, গে, উভকামী ও ট্রান্সজেন্ডারদের জন্য কঠোর দেশ হিসেবে বিবেচনা করা হয় ইরানকে।

ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্বাধীন তদন্তকারী কর্মকর্তা জাভেদ রেহমান জানান, ইরানে আশঙ্কাজনকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

যৌনতা, ধর্ষণ, ব্যভিচার, সশস্ত্র ডাকাতি ও হত্যার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন